দেবহাটার দখলকৃত ভূমিহীনরা নতুন করে মজবুত ঘর নির্মান করতে শুরু করেছে,অন্য দিকে কেউ যাহাতে অধীক পরিমাণ জমি না নিতে পারে

0
234

দেবহাটা (সাতীরা) প্রতিনিধি : সাতীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের দখল কৃত খলিশাখালী এলাকার ভূমিহীন ফের নতুন করে বসত ঘর নির্মান কাজ করতে শুরু করেছে। ১১/০৯/২০২১ ইং-তারিখ দখল করে অবস্থান করছে ভূমিহীন জনতা। সরজমিন পরিদর্শন কালে দেখা যায় অবদা রাস্থা থেকে ফাঁকা বিলের মধ্যে মজবুদ করে ঘর বাধতে কার্যক্রমের দৃশ্য ।ফাঁকা বিলে কাদা এরপর ও ঘনবসতি ঘর। সেখানে শতশত নারী ও পুরুষ ভূমিহীন জনতা খলিশাখালীতে অবস্থানে। মৃত্যুর সাথে লড়তে রাজী,কিন্তু দখল কৃত স্থান থেকে যেতে কোন মুহূর্তে রাজী নেই বলে জানিয়েছে ভুমিহীন জনতার মধ্যে অনেকেই। দখল কৃত খলিশাখালীর নাম শেখ মুজিব নগর আবাসন কেন্দ্র। অনেকে জানিয়েছে, আমরা উভয় আতম্কে জীবন যাপন করছি। এছাড়া অনেকেই জানান,কেউ যাহাতে কোন মুহূর্তে অধীক পরিমাণ জমি কৌশল গত ভাবে না নিতে পারে। এমনই চেষ্টা অনেকেই করতে পারে, চেষ্টা যাহাতে সফল না হয়। খলিশাখালী,নোড়ারচক, চালতেতলা সহ- স্থানীয় ভূমিহীন সঠিক ভাবে জমি দখল পেতে পারে এমনই দাবীর কথা জানিয়েছে বলে জানা গেছে। বাহীর এলাকা থেকে কেউ এই এলাকায় এসে যাহাতে অসৎ ব্যবহার না করে যথাক্রমে সচেতন মহলের পে ভূমিহীন জনপদের ভূমিহীন সভাপতির দায়িত্ব পালন েেত্র দেখার দাবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here