দামুড়হুদার কার্পাসডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২

0
350

মাহমুদ হাসান রনি দামুড়হুদা(চুযাডাঙ্গা) সংবাদদাতা : রোববার রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলার ধান্যঘরার মৃত নেচার আলীর ছেলে কালাম (৪৫) নিজ বাড়ি হতে মোটরসাইকেল যোগে কাপার্সডাঙ্গা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান রডসিমেন্টের দোকানে যাচ্ছিল।এসময় কার্প াসডাঙ্গা নতুতপাড়া মোড়ে বিপরীদ থেকে আসা অন্য একটি মোটরসাইকেল সাথে মুখোমুকী সংঘর্ষ হয।এবং দুটি মোটরসাইকেল সবাইপড়ে যায়।আহত৩জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে কালামের মৃত্যু হয।বলে জানান কতৃব্যরত চিকিৎসক উৎপল কুমার আহত২জনহলো কুডুলগাছীে শাকিল(৩৪)ও হাসিবুল(৩৫)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here