মোংলায় চলছে শৈত্যপ্রবাহ তার মধ্যে বৃষ্টি, বাড়ছে শীতের তিব্রতা, উপকুলীয় অঞ্চলের জনজীবন বিপর্যস্ত

0
243

মোংলা প্রতিনিধি : মোংলায় দীর্ঘদিন ধরে চলছে কনকনে উত্তরের বাতাস, সাথে সাথে বাড়ছে শীতের তীব্রতাও। এরই মধ্যে গতকাল সকাল থেকে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। পৌষের শেষে শীতের সঙ্গে সাঙ্গে শুক্রবার রাত থেকে বৃষ্টি হওয়ায় মোংলার উপকুলীয় অঞ্চলে বেড়েছে ঠান্ডার তীব্রতা। শনিবার সকালেও বৃষ্টি ছিল, বেলা বাড়লেও সূর্যের দেখা মিলেনি। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। শীতের বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শীতল হাওয়ার সঙ্গে শুরু হওয়া বৃষ্টির কারণে শীতের প্রকোপ আগের চেয়ে অনেকটা বেড়েছে। শহর এলাকার রাস্তঘাট কর্দমাক্ত হয়ে পড়েছে। ছুটির দিন হওয়ায় প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হয়নি। এতে মোংলা বন্দর নগরের রাস্তাাঘাট অনেকটাই ফাঁকা রয়েছে। বৃষ্টি শুরু হওয়ার পর শহরের চেয়ে গ্রামাঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। নিম্ন আয়ের মানুষরা বলছে, রাতে আকাশ ভালো থাকলেও ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। হাড় কাঁপুনি শীতে বৃষ্টি আগমন ঠান্ডার পরিমাণকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। শীতের মধ্যে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ বাড়ি থেকে বের হয়ে কাজে যোগ দিতে পারছে না। আর কাজ করতে না পারায় চরম বিপাকে পরেছে এ এলাকার গরিব ও অসহায় মানুষগুলো। এদিকে ঘন কুয়াশা থাকায় মোংলা বন্দরের বানিজ্যিক জাহাজের পন্য খালাস-বোঝাইয়ের কাজের সাথে সংশ্লিষ্ট শ্রমিকদের কাজ করতে চরম ব্যাঘাত ঘটছে। এছাড়া, যারা জাহাজের যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছিল বৃস্টি আর তীব্র শীতের কারনে তারা সময় মতো বানিজ্যিক জাহাজের কাজের যোগ দিতে না পারায় ক্ষতির সম্মুখিন হচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here