পাটকেলঘাটায় বড় ভাইয়ের ঘরে ছোট ভাইয়ের ঘুলন্ত লাশ

0
287

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : পাটকেলঘাটা পার-কৈখালী গ্রামের নবদ্বীপ বাছাড় (৪২) গলায় মাফলার জড়িয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। একটি সূত্রে জানায় নবদ্বীপ হত্যা না আত্মহত্যা তাই নিয়ে চলছে নানান গুঞ্জন।
জানাগেছে পার-কৈখালী গ্রামের মৃত শুখলাল বাছাড়ের পুত্র নবদ্বীপ বাছাড়ের নিকট থেকে তার ভাই স্কুল শিক্ষক প্রদীপ বাছাড়ের টাকা পয়সার লেনদেন ছিল। এদিকে নবদ্বীপ নাকি ভারসাম্যহীন। রোববার বেলা ১২ টার দিকে তার ঝুলন্ত লাশ বড় ভাই প্রদীপের ঘরে দেখতে পেয়ে প্রদীপ খলিষখালী পুলিশ ফাড়িতে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে খলিষখালী ক্যাম্প ইনচার্জ বলেন লাশ উদ্ধার করেছি বিস্তারিত পরে জানাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here