মহম্মদপুরে মধুমতি নদীতে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

0
247

মহম্মদপুর (মাগুরা) থেকে : মাগুরার মহম্মদপুরের মধুমতি নদীতে গোসলে নেমে রায়হানুল আবিদ দিব্য (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের উত্তর আড়মাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সুত্র জানায়, মৃত্যু আবিদের বাবা আব্দুল হান্নান বগুড়ায় মালিকাধীন একটি ওষুধ কোম্পানিতে কর্মরত। মা লাকি আক্তার বগুড়ার একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাদের বাড়ি মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের নারিকেলবাড়ীয়া গ্রামে হলেও চাকুরির সুবাদে পরিবার নিয়ে বগুড়ায় বসবাস করেন। আবিদ গত বছর ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি পাস করে। কয়েকদিনের জন্য নিজ জন্মস্থান নারিকেলবাড়ীয়া গ্রামে বেড়াতে আসে। এখান থেকে উত্তর আড়মাঝি ফুফা আসাদুজ্জামানের বাড়িতে বেড়াতে যান। ঘটনার দিন আবিদ ফুফা বাড়ী থেকে শখ করে পাশে মধুমতি নদীতে গোসল করতে নামে এবং পানিতে ডুব দেয়। কিন্তু আবিদ ভেসে না উঠায় পাশে কর্মরত কৃষকের ডাকাডাকি ও চিৎকার করতে থাকে। তার চিৎকারে এলাকার লোকজন জড়ো হয়। স্থানীয়রা অনেক খোজাখুজি করে আবিদকে না পেয়ে মহম্মদপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেয়। সন্ধা পর্যন্তও আবিদের কোন সন্ধান পাওয়া যায়নি। পরে খুলনা থেকে ডুবুরী দল এসে রাত আট ঘটিকায় আবিদের মৃত দেহ মধুমতি নদী থেকে তোলেন। এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি মোঃ নাসির উদ্দীন বলেন, আইনি প্রক্রিয়া শেষে আবিদের লাশ তার পরিবারের কাছে দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here