বাগেরহাটে শিকের নামের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

0
378

বাগেরহাট ব্যুরো : বাগেরহাট সদর উপজেলার এসবি নাটইখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক মোঃ সোহায়েব ইসলাম-এর নামে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৬ মার্চ) দুপুরে বিদ্যালয়টির সামনে জড় হয়ে শিক,শিার্থী,অভিভাবক ও স্থানীয়রা ঘন্টাব্যাপি এই মানববন্ধন করেন।মানববন্ধনে বক্তব্য দেন,মোশারেফ শেখ,সাবেক শিার্থী সবুজ মিনা,অভিভাবক মাহফুজা বেগম,শাহদাত হোসেন,মোঃ সোহেল শেখ,মোঃ মনির শেখ,শিার্থী শ্যাবনী সাহা, মোঃ ইয়াছিন প্রমুখ।

বক্তারা বলেন,মোঃ সোহায়েব ইসলাম প্রধান শিক হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে এসবি নাটইখালী মাধ্যমিক বিদ্যালয় অনেক ভালভাবে চলছে।কিন্তু বিদ্যালয়ের সহকারি (কম্পিউটার) শিক এনামুল হক রুমিসহ স্থানীয় কিছু স্বার্থান্বেসী মহল স্যারের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হচ্ছেন।স্যারের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগও দিয়েছেন তারা।আমরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এছাড়া আমাদের প্রধান শিক একজন ভাল মানুষ।তার প্রচেষ্টায় বিদ্যালয়ের শিার্থীরা অনেক ভাল লেখা পড়া করতে পারছেন।কিন্তু এমানুল হক রুমি ও আবু তাহেরের মিথ্যা প্রচার-প্রচারণায় বিদ্যালয়ের শিকার্থীরা তিগ্রস্থ হচ্ছেন।এর ফলে শিার্থীদের পড়াশুনা বিঘœ হচ্ছে।

নাম প্রকাশের অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন,এনামুল হক রুমি কম্পিউটার শিক হলেও কম্পিউটার বিষয়ে তার তেমন কোন দতা নেই।তিনি কখনও শিার্থীদের ভাল করে পাঠদানও করেন না। নিজের অজ্ঞতা ও অপরাগতা আড়াল করতে তিনি প্রধান শিকসহ বিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

মানববন্ধন শেষে কম্পিউটার শিক এনামুল হক রুমির বিচারের দাবিতে বিােভ মিছিল করেন তারা।

কম্পিউটার শিক এনামুল হক রুমি বলেন,বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ নানা অপরাধে স্থানীয়রা প্রধান শিকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।আমি কোন অপপ্রচার চালাইনি।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here