আশাশুনিতে মাদক নিয়ে পুলিশের উপরে হামলা ও মারপিট মামলার আরো-১০ জন আটক

0
240

এমএম সাহেব আলী, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ আশাশুনির কাদাকাটি ইউনিয়নে মাদক ধরা কেন্দ্রিক সাদা পোশাক পরা পুলিশের উপরে হামলা ও মারপিটের ঘটনায় আরো ১০ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অভিযানে টানা ৩ দিনে এ পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। রোববার রাতে থানার অফিসার ইনচার্জ মু. মমিনুল ইসলাম ( পিপিএম) নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর হোসেন সহ সাতীরার ডিবি পুলিশ ও জেলার অতিরিক্ত পুলিশ, থানার এসআই-এএসআই সঙ্গীয় পুলিশ সদস্য রাতভর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে তেঁতুলিয়া গ্রামের রেজাউল গাজীর ছেলে সোহাগ গাজী (২৩), মৃত. ইয়ার আলী ফকিরের ছেলে আকবর ফকির (৫০), ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের মৃত. আফাজ উদ্দীন মোড়ল ওরফে পাগলা মোড়লের ছেলে রইচ উদ্দিন মোড়ল ওরফে বড় খোকন (৫৭), নূর ইসলাম গাজীর ছেলে ফারুক হোসেন (৩২), রেজাউল মোড়লের ছেলে কামরুল ইসলাম (৩৪), এলাহী গাজীর ছেলে রেজাউল গাজী (৪৮), তেঁতুলিয়া উত্তর পাড়া গ্রামের মৃত. রজব আলী মোড়লের ছেলে রুস্তম আলী (৫২), মৃত. শাহজাহান গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৫১), মৃত. মোহাম্মদ আলী মোড়লের ছেলে হাবিবুর রহমান (৪৭), মিত্র তেঁতুলিয়া গ্রামের শহিদুল ইসলাম সানার ছেলে শাহিনুর ইসলাম (২৬)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। তবে পুলিশের গ্রেফতারী অভিযান অব্যহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here