যেটি কোনদিনও এলাকার মানুষেরা হয়তো স্বপ্নে দেখিনি সেটি সম্পুর্ন হতে চলেছে 

0
194

আবুল হাসান দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ০৪ ওয়ার্ডের গড়িয়া ডাঙার সামাদুলের বাড়ির সামনের থেকে মধু, জামসেদ ও মনুর বাড়ি যাওয়ার পথে মধ্যে বিদ্যুৎ থাম্বা স্থাপন। স্থানীয় জনসাধারণ যেটি না ভেবেছে সেটি সম্পুর্ন হতে চলেছে। দীর্ঘ বছরের পর এই জনসাধারণের চলাচলের একমাত্র কাচা রাস্তার পথে মধ্যে বর্তমান সরকারের অধীনে এলাকার জনগণের উপকারের সার্থে বিদ্যুৎ লাইনটি দেখা মিলেছে। স্থানীয়রা জানান, আমাদের স্থানীয় চেয়ারম্যান ও মেম্বর সহ- সকলের সহায়তায় বিদ্যুৎ লাইন সহ- সরকারি সহায়তা পেয়ে সন্তুষ্টি। কোন দিনও কারোর হয়তো কল্পনাও ছিলো না যে,আদৌও বিলের মধ্যে দিয়ে বিদ্যুৎ লাইনের খুটি বসবে। এবার প্রতি মানুষের ঘরে ঘরে জ্বলবে বিদ্যুৎয়ের আলো । 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here