মাহমুদ হাসান রনি দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দর্শনায় জেলা পুলিশ সুপারের উদ্যোগে আনসার সদস্যদের মাঝে কম্বল বিতরন।
বুধবার দুপুর সাড়ে ১২ টায় পুলিল সুপারের উদ্যোগে দর্শনা থানায় কম্বল বিতরনে ১২০ জন নারীওপুরুষ কনসার সদস্যদের মাঝে কম্বল বিতরন করা হয়।এসময় বিতরন করেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, দামুড়হুদা ও জীবন নগর থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস,দর্শনা থানার ওসি লুৎফুল কবীর প্রমুখ।















