কলারোয়ায় বঙ্গবন্ধু মহিলা কলেজে নবীন বরণে এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি

0
201

এম,এ সাজেদ, কলারোয়া( সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় বঙ্গবন্ধু মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ফেব্রুয়ারি) সকালে কলেজ চত্বরে অনুষ্ঠানের শুরুতেই অতিথি সহ একাদশ শ্রেনীর ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১( তালা- কলারোযা) সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক এম,এ ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস। কলেজের অধ্যক্ষ এসএম মাহবুবর রহমানের স্বাগত বক্তব্য শেষে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু নসর, অবসরপ্রাপ্ত শিক্ষক ইউনুছ আলী, সাবেক আ’লীগ সভাপতি সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, অস্ট্রেলিয়ান প্রবাসী কলারোয়ার কৃতি সন্তান এসএম আলতাফ হোসেন লাল্টু, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সন্তোষ কুমার পাল, সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আ’লীগ নেতা হারুন অর রশিদ সহ সূধি, শিক্ষকমন্ডলী, সাংবাদিক ও ছাত্রীবৃন্দ। সব শেষে ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here