পাইকগাছায় স্লুইসগেট গেট দিয়ে লবন পানি তুলায় প্রায় ৫শ বিঘা রোরো ধান নষ্টের অভিযোগ

0
200

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় সরকারী নির্দেশনা অমান্য করে স্লুইসগেট গেট দিয়ে লবন পানি তুলায় প্রায় ৫শ বিঘা রোরো ধান নষ্ট হয়ে গেছে। তাতে ক্ষতির পরিমান অর্ধকোটি টাকার মত বলে দাবী কৃষদের। এ বিষয় জমির মালিকরা পানি উন্নয়ন বোর্ডসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট অভিযোগ করেছে।
ভুক্তভোগী ধানচাষী জাহিদ হাসান, লেওকত সানা জানান, উপজেলার রাড়ুলী ইউনিয়নের চুরাডাঙ্গা ও চক ভড়বুড়িয়া মৌজায় প্রায় ১ হাজার ৫শ বিঘা জমিতে ধান চাষ হয়। গত শনিবার রাতে কওসার তাহলী, শামছুর সানা, মিজান সরদারের নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেট দিয়ে লবন পানি তুলে এলাকা প্লাবিত করে। এ সময় প্রায় ৫ শ বিঘা বোরা ধান ক্ষেতে লবন পানি উঠে প্লাবিত হয়। লবন পানি উঠার ফলে ধান মারা যাচ্ছে। তাতে ক্ষতির পরিমান প্রায় অর্ধকোটি টাকা বলে কৃষক জাহিদ হাসান জানান। এ বিষয় কওসার তাহলী বলেন, আমি পানি তুলেনি কে পানি তুলেছে আমি জানিনা। এবিষয় পানিউন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ জানন, রাড়ুলী ইউনিয়নের সমস্ত স্লুজগেট বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে লবন পানি তোলা যাবে না। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, উপজেলায় যেখানে ধান চাষ হয়েছে সেখানকার স্লুজ গেট বন্ধ করে দেয়া হয়েছে। যদি কেহ লবন পানি তুলে ফসল নষ্ট করে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here