যশোরে ইজিবাইক চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার।

0
223

সাগর ((৪৮) পিং আব্দুল আজিজ সাং মুড়লি মোড় তারা মসজিদের সামনে মৃত আবুবক্কার সিদ্দিকের বড় জামাই ,গাড়ির মালিক হাফিজ,গাড়ি চার্জ দেয় এবং গাড়ি জমা রাখে রাজাহাট বাজারের জিন্নাত এর কাছে ফোন নাম্বার 01934-808792 জানান পথচারীদের মাধ্যমে জানতে পেরে হসপিটালে খোঁজখবর নেন, সে সময় উপস্থিত ছিলেন আবু হাসান টাংকু ইজিবাইক শ্রমিক লীগের সভাপতি, এবং জানান কে বা কারা ভিকটিম চালক সাগরকে অসচেতন কোন কিছু খাইয়ে মাথায় আঘাত করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়, পরে যশোর রেস্টি অফিসের সামনে অচেতন ও রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকলে পুলিশের সহযোগিতায় রাত ৯-৩০ মিনিটে সদর হাসপাতালে ভর্তি করা হয়।। অসচেতন ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এস আই প্রদীব কুমার রায়, পুরাতন কসবা ফাড়ি 01771-486673

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here