শালিখায় গাঁজাসহ আটক-২

0
196

সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধঃ মাগুরার শালিখায় রবিবার দিবাগত রাত সাড়ে দশটার সময় শালিখা থানাধীন গঙ্গারামপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা সহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে শালিখা থানা পুলিশের একটি দল।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শালিখা থানা পুলিশের উদ্যোগে রাত্রিকালিন গঙ্গারামপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামের ১নং আসামীর মুদী দোকানের সামনে হতে গঙ্গারামপুর গ্রামের মোঃ সত্তার মোল্লার ছেলে মোঃ আব্দুল্লা মোল্লা (৩৪) ও মনোখালী গ্রামের মৃত নিকমল শেখের ছেলে চঞ্চল শেখ (২৫) ২ জনকে গ্রেফতার করে, এ সময় তাদের কাছে থাকা জব্দকৃত মাদকদ্রব্য ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আমি গত ৭ই মার্চ শালিখা থানায় যোগদান করেছি। যোগদান করেই এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে অপরাধীদের দমন,মাদক উদ্ধার,জঙ্গি,সন্ত্রাস নির্মল করার জন্য অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। সেই অভিযানের একটি অংশ হিসেবে গতকাল রাতে গঙ্গারামপুর একটি অভিযান পরিচালনা করি। এসআই তারেক,এস আই নাসির সহ আরো কয়েকজন অফিসার সঙ্গীয় ফোর্স নিয়ে দুইজন আসামিকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে আমরা বেশ কিছু মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করি। তাদের বিরুদ্ধে আমরা মাদকদ্রব্য আইনে মামলা দিয়েছি এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here