শ্যামনগর থানা পুলিশের অভিযানে নাশকতা ও মাদক মামলার ৫ আসামি গ্রেফতার

0
185
মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা’র সীমান্তবর্তী শ্যামনগর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একজন
নাশকতা মামলার আসামি এবং গোপন সংবাদের ভিত্তিতে ২ শ গ্রাম গাঁজা সহ ৪ মাদক কারবারি’কে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম)এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে শ্যামনগর থানার চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে নাশকতা মামলা ও অবৈধ মাদক সহ মাদক মামলার আসামীদের গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের মোঃ রাশেদুল গাজীর পুত্র মোঃ মাসুদ গাজী (২৮),ভেটখালী গ্রামের মোঃ খোকন আব্দুল্লাহর পুত্র মোঃ খালিদ বিন আব্দুল্লাহ (২৮),
পাতড়াখোলা গ্রামের মোঃ সিরাজুল গাজীর পুত্র
মোঃ ফয়সাল গাজী(২৯)পাতড়াখোলা গ্রামের মোঃ ফজলু গাজীর পুত্র মোঃ ফিরোজ গাজী (২৭),গাবুরা গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র মাওলানা জি,এম দিদারুল ইসলাম (৪৮) সকলকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here