দেবহাটার কোমরপুর সহ-এলাকায় প্রধান মুন্ত্রীর দেওয়া ডাঃ আ,ফ,ম রুহুল হকের প্রতিক নৌকার ফেস্টুন বিভিন্ন মোড়ে ছেয়ে দিয়েছে কোমরপুরের কুতুবউদ্দিন কাদরি

0
162
Exif_JPEG_420
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: আসছে আগামী ০৭/০১/২০২৪ ইং-তারিখ  জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কে ঘিরে এলাকায় মাইকিং চলমান রয়েছে। প্রার্থীর পক্ষে জনসাধারণের নিকট যেয়ে প্রার্থীর নাম প্রকাশও প্রতিকে ভোট দেওয়ার আহবান জানিয়ে ও যতযথ সময়ে কেন্দ্রে পৌঁছে ভোট অধিকার আদায়ের পাশাপাশি অন্য ভোটারদের সাথে নিয়ে যাওয়ার আহবান জানানো কাজ চলমান রয়েছে বলে কুতুবউদ্দিন কাদরি জানিয়েছেন বলে জানা যায়। সরজমিন পরিদর্শন কালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর এলাকার সহ- বিভিন্ন মোড়ে মোড়ে প্রধান মুন্ত্রীর দেওয়া ডাঃ আ,ফ,ম, রুহুল হকের নৌকা প্রতিক।সেই নৌকা প্রতিকের ফেস্টুন গাছের সাথে সহ-বিভিন্ন ভাবে লটকানো দেখা যায়। জানা যায়, পারুলিয়ার ১,২,৩ নং-ওয়াডের নারী আসনের মহিলা মেম্বর নুরবানু কাদরির স্বামী কুতুবউদ্দিন কাদরি কতৃক নৌকা প্রতিকের ফেসটুন সুন্দর করে দিয়েছে। নৌকার বিষয় কুতুবউদ্দিনের কাছে জানতে চাইলে বলেন, প্রধান মুন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের স্বাস্থ্য মুন্ত্রীকে যে নৌকা প্রতিক দিয়েছে এই নৌকায় ভোট ও স্বাস্থ্য মুন্ত্রীকে আবারও পাবো আরও উন্নয়নের কাজ হবে এমনই জানিয়েছেন বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here