প্রেসক্লাব যশোরের মালিকানাধীন দোকানে চুরি

0
151

যশোর অফিস : যশোর শহরের মুজিব সড়কস্থ প্রেসক্লাব যশোরের মালিকানাধীন একটি মুদি দোকানে চুরি হয়েছে। শনিবার দিবাগত রাতে ওই দোকানের হ্যাজবোল্ট ভেঙ্গে দোকানের ঢুকে এক যুবক নগদ ২১ হাজার ৮শ টাকা, বিভিন্ন ধরনের সিগারেট এবং দোকানের রাখা কম্পিউটারের ৮টি র‌্যাম এবং একটি মোবাইল চার্জার চুরি করে নিয়ে গেছে। প্রেসক্লাবের সিসি ক্যামেরায় ধারনা করা সিসি ফুটেজের দৃশ্য দেখা হয়েছে।সদর উপজেলার গোপালপুর আদর্শ গ্রামের মুছাক আলী গাজীর ছেলে জাহিদুল ইসলাম দোকানটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে তিনি দোকানটি বন্ধ করেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে দোকান খুলতে গিয়ে দেখেন দরজার হ্যাজবোল্ট ভাঙ্গা। দোকানে রাখা ওই সব মালামাল নেই। সাংবাদিক এইচএম আহসান বিপ্লব (৪০) শনিবার রাতে একটি ব্যাগের করে কম্পিউটারের ৮টি র‌্যাম রেখে ছিলেন। সেটিও চুরি হয়ে যায়। সব মিলিয়ে ৪৬ হাজার ৩৩৫ টাকার মালামাল চুরি হয়। সংবাদ পেয়ে কোতয়াল থানা পুলিশের একটি টিম প্রেসক্লাবে আসেন এবং চুরির ঘটনার দেখে যান। পরে জাহিদুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here