যশোর জেলা প্রশাসন ও দুর্যোগ ব‍্যবস্থাপনা অধিদপ্তরের  উদ‍্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন  উপলক্ষ্যে বর্ণাঢ‍্য র‍্যালি

0
151

যশোর অফিস : যশোর জেলা প্রশাসন ও দুর্যোগ ব‍্যবস্থাপনা অধিদপ্তরের  উদ‍্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন  উপলক্ষ্যে বর্ণাঢ‍্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে যশোর জেলা প্রশাসনের কার্যালয়ে কালেক্টরেট চত্বরে যশোর জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব‍্যবস্থাপনা অধিদপ্তরের উদ‍্যোগে এবং জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এর নেতৃত্বে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উদযাপন  উপলক্ষ্যে বর্ণাঢ‍্য র‍্যালি  শুরু হয়ে বকুলতলা বঙ্গবন্ধু ম‍্যুরাল প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট চত্বর এসে শেষ হয়। এসময় যশোরের স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ রফিকুল হাসান, যশোর জেলা ফায়ার সার্বিস সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক দেওয়ান সোহেল রানা, যশোর জেলা দুর্যোগ ব‍্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা রাজিবুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।”দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে বিদ্যমান দুর্যোগ মেকাবেলা এবং ঝুঁকি কমাতে প্রস্তুতিমূলক কাজে গণসচেতনতা বাড়ানোর জন্য এই দিবস উদযাপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here