যশোরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও শোভাযাত্রা 

0
138

যশোর অফিস : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় শহরের মণিহার বাসস্ট্যান্ড সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে একটি শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। যশোর জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মারুফুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সালসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, ফলে  ঐক্যবদ্ধভাবে এ কাজে সহায়তা করতে হবে। স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশ রক্ষার কাজে নিবেদিত হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here