সাতক্ষীরার গোবরদাড়ীতে পৈতৃক সম্পত্তি জবরদখলের পায়তারা 

0
182

এস.এম ইসমাইল হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী গ্রামে মৃত সিরাজউদ্দীনের পুত্র মহিরউদ্দীন গং দের পৈতৃক সম্পত্তি জোর পূর্বক জবরদখলের পায়তারা করছে প্রতিপক্ষ একই গ্রামের মৃত আঃ খালেক গাজীর পুত্র হাবিবুর রহমান ও সাইফুল ইসলাম বলে খবর পাওয়া গেছে। খবরে প্রকাশ, গোবরদাড়ী মৌজায় ডি এস ১১৯, এস এ ১০৯, দাগ নং ১১৩ জমির পরিমাণ ৩৬ শতক, কিন্তু বি আর এস ৪৭৫, দাগ নং ১২৮ দাগে ৩৬ শতকের স্থলে ২৪ শতক জমি রেকর্ড হয় এবং অবশিষ্ট ১২ শতক জমি ভুল বসত সরকারের নামে রেকর্ড হয়।সে কারণে মহিরউদ্দীন গং বাদী হয়ে উক্ত রেকর্ড সংশোধন করার জন্য সাতক্ষীরার বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ আদালতে দেং-৩২১/২৪ নং একটি মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়ের করার পর প্রতিপক্ষ একই গ্রামের হাবিবুর রহমান ও সাইফুল ইসলাম ওই জমি জোর পূর্বক জবর দখল করার জন্য গত কয়েক দিন পূর্বে উক্ত জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছপালা কর্তন করে এবং ইট ও বালু এনে রেখেছে।সেকারণে বাদীপক্ষ তাদের পৈতৃক সম্পত্তি জবর দখল হওয়ার আশংকায়   প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here