বন্ধুদের সাথে গোসলে নেমে ফেরা হলো না শিশু জিহাদের হাজারও মানুষ ব্যার্থ

0
151

চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধিঃ শিশু জেহাদ বন্ধুদের সাথে ব্রিজ থেকে লাফিয়ে গোসল করতে নেমে আর ফেরা হলো না। স্থানীয় হাজারো মানুষের ও ফায়ার সার্ভিসের চেষ্টা ব্যর্থ হয়েছে। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলা কাশিমপুর ইউনিয়নের আমতলা গ্রামে। শনিবার ১২ই জুলাই দুপুর ২ ঘটিকায় সান্তনা ও নুরপুরের বুড়ি ভৈরবের সংযোগ ব্রিজ থেকে শিশুরা নদীতে লাফিয়ে লাফিয়ে গোসলে নামে। চুড়ামনকাটি বাজারের সাইকেল মিস্ত্রি ধানতলা গ্রামের উজির আলীর ছেলে জিহাদ হোসেন। শিশুর জিহাদ হোসেন (১০) লাফ দিয়ে আর ওঠেনি। বন্ধুরা অনেক সময় গোসলের সঙ্গীরা অনেক সময় খোঁজাখুঁজির পরও না পেয়ে তাদের অভিভাবকদের জানাই। অভিভাবকগণ ও স্থানীয় সচেতন মহলের সাধারণ মানুষ নদীতে খুঁজতে নামে। খুঁজে না পাওয়াই ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে নিজেরা তল্লাশি করে ব্যর্থ হয়ে তাদের ডুবুরিদের নামিয়ে খুঁজে পেতে ব্যর্থ হয়। এই ঘটনায় সনতলা ও নুরপুর উত্তর বিরিজে আশেপাশে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ সেখানে ভুল করেছে শুধু একটিবার শিশু জিহাদ হোসেনকে জীবিত বা মৃত দেখবার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here