দেবহাটায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত

0
131

দেবহাটা প্রতিনিধি ঃ দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মানবতার মুক্তির দূত, আখেরী জামানার নবী হযরত মুহাম্মদ (স.) এর শুভ জন্মদিন তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে। (১৫ ই সেপ্টেম্বর) সোমবার রাত্র নয়টার সময় সখিপুর আহ্ছানিয়া মিশনে ঈদে মিলাদুনন্নী উপলক্ষে আড়ম্বরপূর্ণ
সখিপুর আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি মোকলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান, কেন্দ্রীয় মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম কেন্দ্রীয় মিশনের নির্বাহী সদস্য খাইরুল হাসান
আলহাজ্ব আবুল কাশেম, আলহাজ্ব একরামুল হক,কেন্দ্রীয় কমিশনের সদস্য ও সখিপুর আহ্ছানিয়া মিশনের লিয়াজু কমিটির সদস্য রেজাউল ইসলাম, মনজুরুল ইসলাম, দোলন হোসেন,
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব হজরত মাওলানা মোঃ গোলাম কিবরিয়া কুষ্টিয়া,
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুকতি মাওলানা কামরুজ্জামান, অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সখিপুর আহ্ছানিয়া মিশন কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সখিপুর আহ্ছানিয়া মিশনের
সাধারণ সম্পাদক আবু তালেব। উক্ত ঈদে মিলাদুনন্নী অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিদের মধ্য থেকে বক্তব্য ও হাম নাথ গজল পরিবেশন করেন। আলোচনা শেষে নাতে রাসুল (স.) ও মহানবী হযরত মুহাম্মদ (স.) এঁর জীবনীর উপর বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও সবশেষে দোয়া মোনাজাত শেষে তাবারক বিতারন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here