পাইকগাছায় কোবলা দলিলে জমি কিনে বিপাকে ক্রেতা : থানায় জিডি

0
312

পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় কোবলা দলিলে জমি কিনে বিপাকে পড়েছে ক্রেতা। দখল বুঝে দেয়ার দু’বছর পর ঘেরা বেড়া ভাংচুর করে জবর দখলের পায়তরা। থানায় বিক্রেতার বিরুদ্ধে জিডি হয়েছে। জিডি সুত্রে জানা যায়, উপজেলার মেলেক পুরাইকাটি গ্রামের মৃত জগদীশ সাধুর ছেলে চম্পক সাধু একই এলাকার অধীর সাধুর ছেলে সমিরণ সাধুর কাছে ০.০৭৭৫ একর জমি বিক্রি করে। যার দলিল নং- ১৩৭৫, তাং- ০৪/০৬/২০১৮ইং। বিক্রি অন্তে দখলসহ যাবতীয় কাগজ পত্র ক্রেতার কাছে হস্তান্তর করে। প্রায় ২ বছর ভোগ দখলে থাকাবস্থায় পারিবারিকভাবে বিরোধ দেখা দেয়ায় উক্ত জমি থেকে উচ্ছেদ করতে বিক্রেতা চম্পকরা ক্রেতা সমিরণ সাধুকে জমি থেকে উচ্ছেদের হুমকি দেয়। সোমবার জমির ঘেরা বেড়া ভাংচুর ও নানাভাবে হুমকি-ধামকি দেয়ায় পাইকগাছায় থানায় সমিরণ সাধু বাদী হয়ে চম্পকের বিরুদ্ধে জিডি করেছে। এ ব্যাপারে বিক্রেতা চম্পদ সাধু জানান, বিক্রিকালে মৌখিকভাবে জমি ফেরত দেয়ার কথা ছিল। তা ফেরত না দেয়ায় আমি ঘেরা-বেড়া কেটে দিয়েছি। সমিরণ সাধু জানিয়েছে, আমার কাছ থেকে ইতোপূর্বে আর্থিক সুবিধা পেত। কিন্তু বর্তমানে বন্ধ করে দেয়ায় আমার খরিদকৃত জমি জবর দখলের পায়তারা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here