স্টাফ রিপোর্টার : পিকেএসএফ ও আরআরএফ এর যৌথ উদ্যোগে পরিচালিত কৈশোর কর্মসূচীর আওতায় নড়াইলে পালিত হলো নবান্ন উৎসব। গতকাল নড়াইল সদও উপজেলার তুলারামপুর রাজধানীপাড়া কিশোরী ক্লাবে উৎসব উপলক্ষে দিন ব্যাপী নানা আয়োজন ছিল নজর কাড়ার মতো। অনুষ্ঠানে গ্রাম্য মেলা, কিশোরীদের ব্যাঙ লাফ, বালিশ বদল, মেয়েদের বস্তা দৌড়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা পায়েশের পার্বণসহ হরেক রকমের আয়োজনে মুগ্ধ ছিল গোটা এলাকা। বিকেলে উৎসবের শেষ প্রান্তে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। আরআরএফ নড়াইল শাখার ম্যানেজার প্রভাত কুমার, মণিকা লতা একাডেমির পরিচালক সবুজ সুলতান এবং প্রকল্প কর্মকর্তা সাবিনা ইয়াসমিন উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কিশোরীদেও মধ্যে পুরস্কার বিতরণ করেন।















