নিজস্ব প্রতিবেদক, ঢাকা: গাজীপুরের শ্রীপুর উপজেলায় মা-মেয়েসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
চারজনের মধ্যে একজন নারী ও একজন শিশুপুত্র রয়েছে।
শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানিয়েছেন খবর পাওয়ার পর বিকেলে চারটার দিকে পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।
গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানিয়েছেন এখনও ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাচ্ছে। ঘটনা জানার পর গণমাধ্যম কর্মীদের জানানো হবে।