নিজস্ব প্রতিবেদক : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ ২৮ এপ্রিল, ২০২০ খ্রি. তারিখে যশোরের ৪৭টি নমুনা পরীক্ষা করে ১০টি, ঝিনাইদহের ২৩টি নমুনা পরীক্ষা করে ৮টি কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। নড়াইলের ২টি নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফলই নেগেটিভ এসেছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় যবিপ্রবির ল্যাবে মোট ৭২টি নমুনা পরীক্ষার মধ্যে ১৮টি পজিটিভ এবং ৫৪টি নেগেটিভ ফলাফল এসেছে।
রোগীর এলাকা, ইতিহাসসহ যথাযথ, পূর্ণাঙ্গ ও বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের সাথে যোগাযোগ করুন। সকলের সাথে মানবিক আচরণ করুন। গুজব এড়িয়ে চলুন। আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন। বাড়িতে থাকুন। সবাইকে ধন্যবাদ।