শার্শা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৪৪৮ বোতল ফেনসিডিল সহ প্রাইভেটকার উদ্ধার

0
467

বেনাপোল প্রতিনিধি : শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৪৮ বোতল ফেনসিডিল সহ একটি প্রাইভেটকার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি। শনিবার (২ মে) বিকেলে শার্শা কায়বা সীমান্ত থেকে এ ফেনসিডিলের চালাননি উদ্ধার করে বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বিজিবি বাগআঁচড়া-কায়বা সড়কের চালতাবাড়িয়া বাজারের সামনে কামারবাড়ী মোড়ে অবস্থান নেয়। এবং নজরদারি বাড়িয়ে দেয়। এসময় সাদা রংয়ের একটি করোলা প্রাইভেটকার (ঢাকা মেট্রো- গ-১২-০৭২৬) উক্ত রাস্তায় আসলে, বিজিবি কারটির গতিরোধ করে। এসময় পাচারকারীরা প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায়। পরে ওই কারের ভিতর থেকে লুকায়িত অবস্থায় ৪৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। খুলনা ২১ বিজিবি কায়বা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নুরুজ্জামান খান জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here