সাতীরায় মোট ৩ হাজার ৬২৭ জন হোম কোয়ারেন্টাইনে, জেলায় ৩৮৩ জনের নমুনা সংগ্রহ,

0
490

সাতক্ষীরা প্রতিনিধি : সাতীরায় বিদেশ ফেরত মোট ৩ হাজার ৬২৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড় পত্র দেয়া হয়েছে আরো ৩ হাজার ৫৫৭ জনকে। এছাড়া, জেলা থেকে এ পর্যন্ত মোট ৩৮৩ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআরল্যাবে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ২০৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। এর মধ্যে ২০৪ টি রিপোর্ট নেগেটিভ ও একটি পজিটিভ এসেছে। পজিটিভ ব্যক্তি তালা উপজেলার নগরঘাটাার এনজিও কর্মী সঞ্জয় সরকার। তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।
উল্লেখ্য, এর আগে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোশিয়ান মাহমুদুর রহমান সুমন তার কর্মস্থল থেকে করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়াস্থ ভাড়া বাড়িতে হোম আইসোলেশনে আছেন। এনিয়ে সাতক্ষীরায় বর্তমানে দুই জন করোনা আক্রান্ত ব্যক্তি হোম আইসোলেশনে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here