শিমুল রেজা চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার অন্তভুক্ত দামুড়হুদা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর সড়কে রাস্তা উপর থেকে ২০ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট সফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর মাঝ পাড়ার গ্রামের মোঃ গুলামরসুল এর ছেলে সফিকুল ইসলাম (৩২)। দামুড়হুদা থানা পুলিশ সূত্র থেকে জানা গেছে, দামুডহুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুযোগ্য পুলিশ অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুল খালেক এর নেতৃত্বে, এ এস আই মসলেম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রাম পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন বৃহস্পতিবার (৭ মে) দুপুর ২ টার দিকে দোহ তল্লাশী করে ২০ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট সফিকুল ইসলামকে আটক করেন।
আটককৃত মাদক সম্রাট সফিকুল এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ।
Home
চুয়াডাঙ্গা দামুড়হুদা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাট সফিকুল আটক