চুকনগরে পূর্ব শত্র“তার জের ধরে ৩জনকে পিটিয়ে জখম,একজনের অবস্থা আশংকাজনক, থানায় মামলা দায়ের।

0
443

চুকনগর প্রতিনিধি ॥ চুকনগরে পূর্ব শত্র“তার জের ধরে ৩জনকে পিটিয়ে জখম করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাপ্ত এজাহার সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের লস্কর মল্লিকের পুত্র মোঃ মুনছুর মল্লিকের সাথে একই গ্রামের মৃত সামছের মল্লিকের পুত্র নুর ইসলাম মল্লিক খোকনের সাথে বিভিন্ন বিষয়য়াদি নিয়ে পূর্ব থেকে শত্র“তা আছে। তার জের ধরে গত ০৮/০৫/২০২০ইং তারিখ দুপুরের দিকে নুর ইসলাম মল্লিক খোকন তার পুত্র মোঃ নাজমুল ইসলামসহ ৩/৪জন ব্যক্তি বে-আইনে জনতাবন্ধে দলবন্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অনাধিকার পূর্বক তার বসত বাড়িতে প্রবেশ করে হাঁস মারার সন্দেহে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। তখন বাদী, তার স্ত্রী মোছাঃ রওশনারা বেগম ও বড় পুত্র মোঃ তৌহিদুল ইসলাম এভাবে গালিগালাজের কারণ ও হাঁস তারা মারেনি এইমর্মে জানালে ১নং আসামীর হুকুমে ২নং আসামী তার হাতে থাকা লোহার রড় দিয়ে তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে মাথায় স্বজোরে আঘাত করে। এসময় তার পুত্র বাঁচার তাগিতে মাথা সরিয়ে নিলে উক্ত বাড়ি বাম হাতের কব্জীর উপর লেগে গুরুত্বর হাড়ভাঙ্গা ফোলাজখম হয়। এসময় আসামীরা তাকে ও তার স্ত্রীকেও পিটিজে জখম করাসহ বসত ঘরের দরজা ও বেড়া ভেঙ্গে তি সাধন করে। গুরুত্বর আহত অবস্থায় তার পুত্র তৌহিদুল ইসলামকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এঘটনায় ডুমুরিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এব্যাপারে খোকন মল্লিকের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব বলেন, মামলাতো এজাহার হওয়ার কথা। কিন্তু আমি এখন বাইরে থাকার কারণে বিস্তারিত কিছু বলতে পারছি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here