যশোর অফিস অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে যাবার পথে এক সড়ক দুর্ঘটনায় আরিফ আহমেদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত আরিফ সদর উপজেলার সীতারামপুর গ্রামের সেলিম হোসেনের ছেলে।
নিহতের বোন আম্বিয়া খাতুন জানান, বুধবার সন্ধ্যায় ইফতারি শেষে আরিফ তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে যশোর গ্রামের বাড়ি সিতারামপুর থেকে মোটরসাইকেল নিয়ে বাঘারপাড়া যাচ্ছিলেন। পথিমধ্যে চাড়াভিটা নতুন ব্রিজের অদূরে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আরিফ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ রাত ৯ টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই আরিফের মৃত্যু হয়েছে।