মোংলায় সুন্দরবনের আত্মসমর্পনকৃত জল দস্যুদের ঈদ উপহার দিলেন র‌্যাব-৮

0
458

মোংলা প্রতিনিধি : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) এর প থেকে সুন্দরবন থেকে দস্যুতা ছেড়ে আত্মসমর্পণকৃত জল দস্যুদের মাঝে ঈদ উপহার দিলেন র‌্যাব-৮ এর সদস্যরা। শনিবার (১৬ মে) দুপুরে মোংলার ফরেষ্ট গার্ড এলাকার মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ৬৫ জন জলদস্যুকে এ ইদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় র‌্যবি-৮ কর্মকর্তা ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। র‌্যাব-৮ কর্মকর্তা এ এস পি মোঃ ইফতেখারুজ্জামানের নেতৃত্বে মোংলা ফরেস্ট ঘাটে আত্মসমর্পণকৃত দস্যুদের মাঝে র‌্যাব-৮ এর প থেকে প্রতিজন জলদস্যুদের প্যাকেজে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। স্বাভাবিক জীবনে ফিড়ে আসা প্রতিটি জলদস্যুদের মাঝে এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মোংলা ছাড়াও এদিন র‌্যবি-৮ এর প থেকে বাগেরহাট ও সাতরিায় এলাকায় আত্মসমর্পণকৃত ২৮৪ জল দস্যুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
র‌্যবি-৮ এর অপারেশন অফিসার এ এস পি ইফতেখারুজ্জামানের বলেন, সরকারের আহবানে সারা দিয়ে সুন্দরবনের দস্যুরা তাদের ভুল বুঝতে পেরে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ করে। স্বাভাবিক জীবন-যাপনের জন্য র‌্যাবের মাধ্যমে সরকারের পক্ষ থেকে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতাও করে যাচ্ছে। দেশের এই করোনা পরিস্থিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় র‌্যাবের ডিজি মহোদয়ের প থেকে আমরা বিভিন্ন এলাকায় ২৮৪ জন আত্মসমর্পনকৃত জল দস্যুদের মাঝে ঈদ উপহার পৌছে দিলাম। এর আগেও করোনা পরিস্থিতিতে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসা বন ও জল দস্যুদের মাঝে খাদ্য সামগওী বিতরণ করেছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে এ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here