বাঘারপাড়ায় রায়পুর ও দোহাকুলা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা

0
457

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : ৩০মে শনিবার উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৬১ লাখ ৭৯ হাজার ৫শ ৯৮ টাকা,এর মধ্যব্যয় ১ কোটি ৬১লাখ ৪৩ হাজার ৮শ’২৩ টাকা ও উদ্বৃত্ত ৩৫ হাজার ৭শ’৭৫ টাকা ধার্য করা হয়েছে । এদিন সকালে পরিষদের হল রুমে বাজেট পেশ করেন চেয়ারম্যান মুনজুর রশিদ (স্বপন)। উপস্থিত ছিলেন ইউপি সচিব এনামুল হক ইউপি সদস্যগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে ৩১মে রবিবার দোহাকুলা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা করা হয়েছে,পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার এদিন সকালে পরিষদের হল রুমে ২০২০-২০২১ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করেন। বাজেটে আয় ধরা হয়েছে ১’ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ১শ’৪৫ টাকা ও ব্যয়ধরা হয়েছে ১’ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকা, উদ্বৃও ১’লাখ ১৭হাজার ১শ’৪৫ টাকা রাখা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব সাইদুর রহমান, ইউপি সদস্যগন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here