মহেশপুরে একই রাতে ৫টি গরু ও দোকানে চুরি সংঘঠিত

0
428

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ মহেশপুরে করোনা দুর্যোগ পরিস্থিতির মধ্যেও একই রাতে ২টি বাড়ি থেকে ৫টি গরু ও একটি দোকানে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। বুধবার দিবাগত রাতে চোর চক্রটি ফতেপুর বাজারের সন্তোষ হালদারের ছেলে ইন্দ্রজিত হালদারের দোকানের সাটারের তালা ভেংগে ভেতরে প্রবেশ করে নগদ ৭৫হাজার টাকা ও বিভিন্ন কোম্পানীর ৯টি বিকাশের সীমে ২৮ হাজার টাকা সহ মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এতে দেড় লাধিক টাকার তি হয়েছে বলে দোকান মালিক ইন্দ্রজিত জানিয়েছেন। এ ব্যাপারে ভুক্তভোগী মহেশপুর থানায় লিখিত অভিযাগ করেছেন। অপরদিকে একই রাতে উপজেলার পুরন্দপুর গ্রামের সোনা মিয়া খলিফার ছেলে বাচ্চু খলিফার গোয়াল ঘর হতে গাইবাছুর চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। অন্যদিকে খর্দ্দ খালিশপুর গ্রামের মৃত কুড়োন মন্ডলের ছেলে শাহাজান আলীর ৩টা গরু চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ২লক্ষ টকা। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খান বলেন, ঘটনার পৃথক পৃথক অভিযোগ পাওয়া গেছে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here