ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২০ সম্পন্ন। সভাপতি কাজী আব্দুল্লাহ সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম

0
480

গাজী আব্দুল কুদ্দুস চুকনগর : ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট অনুষ্ঠিত হয়, ২৩ ভোটের মধ্যে ২২ভোটার প্রয়োগ করেছেন। রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন ডুমুরিয়া প্রেসক্লাবের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ সভাপতি শেখ মাহতাব হোসেন, সহকারী রিটার্নিং অফিসার হিসাবে ছিলেন সহ সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাব্বির খান ডালিম ও দপ্তর সম্পাদক সুজিত মল্লিক।
বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, সভাপতি কাজী আব্দুল্যাহ, চেয়ার মার্কায় ভোট পেয়েছেন ১৩ ভোট নিকটতম সভাপতি পদে ছাতা মার্কা মো: বেলায়েত হোসেন ৮ভোট, সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম মােমবাতি মার্কায় ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উদয় চক্রবর্তী কলস মার্কা ৪ ভোট। ইলিয়াস হোসেন বই মার্কা ১১ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধী এস রফিকুল ইসলাম তালা চাবি (১০) ক্রীড়া, এস এম মাহাবুবুর আলম কাঠাল মার্কায়( ১৩) পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম আ: রশিদ এলিন হারিকেন ০৯ ভোট‌)। নির্বাহী সদস্য( ১) আব্দুর রশিদ (বাচ্চু) জাহাজ মার্কায় ভোট পেয়েছেন (১৩) আশরাফুল আলম গরুর গাড়ি ( ১২) জাহিদুর রহমান বিপ্লব ঘােড়া ভোট পেয়েছেন (১২) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here