বাঘারপাড়ার কয়ালখালী মসজিদে যুবলীগের নলকুপ স্থাপন

0
445

খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে যুবলীগ নেতা ও তরুণ সমাজসেবক মোস্তাফিজুর রহমানের মসজিদ উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। শনিবার ইউনিয়নের কয়ালখালী কেন্দ্রীয় জামে মসজিদে বিশুদ্ধ পানি সরবারহে একটি নলকুপ স্থাপন ব্যবস্থা করেন তিনি। এর আগে তার অর্থায়নে গত মে মাসে রামকৃষ্ণপুর উত্তরপাড়ার শতবর্ষী মসজিদে একটি গভীর নলকুপ স্থাপন করা হয়। বাঘারপাড়া উপজেলা যুবলীগ নেতা রিয়েল হোসেন টিটো জানান, উপজেলা যুবলীগের আহবায়ক রাজীব রায়ের নির্দেশনায় মোস্তাফিজ মসজিদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত সে ইউনিয়নের প্রায় ১০টি মসজিদ ও মাদরাসার উন্নয়নের কয়েক লক্ষাধিক টাকা ব্যয় করেছেন। কয়ালখালী মসজিদের সভাপতি হাজী আনোয়ারুল হক বলেন, আল্লাহর ঘর মসজিদের উন্নয়নে যুবলীগের এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবী রাখে। নলকুপটি স্থাপন করায় মুসল্লিরা অজুসহ অন্যান্য কাজে বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারবে। এছাড়া আশপাশের বাড়ির লোকজনও এর সুবিধা ভোগ করবে। জানতে চাইলে যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে তিনি মসজিদ ও মাদরাসা উন্নয়নের কাজ করছেন। এ কার্যক্রম শেষে আগামী মাসে মন্দির উন্নয়নের কাজ শুরু করবেন বলে জানান। শনিবার নলকুপ স্থাপনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ন রেজা তুষার, সম্পাদক মফিজুর রহমান, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান তরুন, যুবলীগের মাহবুবুর রহমান, সোহাগ হোসেন, মহিদুল, টিটো, মসজিদ কমিটির সদস্য আবুল কালাম আজাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here