মোংলা প্রতিনিধি : মোংলায় সরকারের ত্রান তহবিল থেকে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চাদাঁপাই ইউনিয়নের ৩নং ওয়ার্ড মাকোড়ঢোন এলাকায় এ ত্রান সহায়তা দেয়া হয়।
করোনা ভাইরাসে মোংলা বন্দরসহ উপজেলার ইউনিয়নগুলোতে এখনও কোন করোনা সংক্রোমনের রুগী পাওয়া না গেলেওে এলাকায় অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়ে। করোনার ফলে উপকুলীয় এলাকার মানুষগুলো কোথাও কাজে বের হতে পারছেনা। এছাড়াও সম্প্রতি বয়ে গেলো ঘুর্নিঝড় আম্পান, উপকুলীয় এলাকার মানুষের মাথাগোঁজার ঠাইসহ অনেকে হারিয়েছে শেষ সম্বলটুকুও। দুর্যোগপুর্ন আবহাওয়া আর বৃষ্টিপাতের কারনে নি¤œ আয়ের মানুষ ঘর থেকে নামতেও পারছেনা। একদিকে মরন ঘাতক করোনা ভাইরাসের প্রভাব অন্যদিকে ঘুর্নিঝড় আম্পান এবং ঝড়বৃষ্টি মাথায় নিয়ে পেটের দায়ে মানুষ ছুটছে রোজগারের সন্ধানে। সরকারের দেয়া খাদ্য সহায়তা বা ত্রান সামগ্রী অপ্রতুল হওয়ায় দিসেহারা এ এলাকায় নি¤œ আয়ের মানুষ। তার মধ্যে সামান্য ত্রান সহায়তা পেয়েও অসহায় মানুষগুলো মহা খুসি। তাই এ চাদঁপাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ১১৪ জন গরিব ও অসহায় কর্মহীন পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এর আগে মাকোরডোন আবাসন এলাকায় ৭৫ ব্র্যাকের মানুষদেরও ত্রান সহায়তা দেয়া হয়েছে। এ খাদ্য সহায়তার মধ্যে চাল ও স্বাস্থ্য সুরক্ষার জন্য সাবান দেয়া হয়। যাতে অসহায় এ মানুষগুলো সল্প সময়ের জন্য হলেও খেয়ে বাচতে পারে। উপকুলীয় এলাকায় সরকারের পাশাপাশী নৌবাহিনী, কোষ্টগার্ড, ব্যাকি মালিকানা ছাড়াও বিভিন্ন এনজি সংস্থাও দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রান সহায়তা প্রদান করেছে। শনিবার দুপুরে ১১৪জন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান কালে স্থানীয় ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হারুন মল্লিক, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ ছত্তার মাতুব্বর, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ছালমা বেগম, রুবী বেগম ও আবাসন ৯০ ব্র্যাকের সাধারন সম্পাদক আনোয়ার হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।