দশমিনায় ঝুঁকিপূর্ন সেতুগুলো যেন মরন ফাঁদ

0
427

নাসির আহমেদ,দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের দশমিনা-আরজবেগী-সৈয়দজাফর সড়কের সেতুটি এখন মরন ফাঁদ। উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দূরত্বের এই গুরুত্বপূর্ন বাজারটিতে এমন পুরাতন সেতু থাকায় জনগনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনিতেই ঝুঁকিপূর্ন সেতু এর উপর দিয়ে দিনে-রাতে ইট,বালু ভর্তি ট্রলি চলাচল করায় নড়েবড়ে হয়ে গেছে। ৪টি গ্রামের মানুষ ভাঙ্গা সেতু দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। উপজেলার একমাত্র অবহেলিত ও উপেক্ষিত জনপদ রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর ও যৌতা এবং সদর ইউনিয়নের আরজবেগী ও দক্ষিন আরজবেগী গ্রামের কোন এলাকায় তেমন কোন উন্নতি হয়নি। এই বিষয়ে গত ৩১ মার্চ ২০১৯ সালে দৈনিক সংবাদ পত্রিকায় ”দশমিনায় ঝুঁকিপূর্ন সেতু এখন ৪ গ্রামের মানুষের মরনফাঁদ” শীর্ষক একটি সংবাদ প্রকাশের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন টনক নড়েনি।
জানা যায়, সদর ইউনিয়নের দশমিনা-সৈয়দজাফর-আরজবেগী সড়কের বাজার সংলগ্ন এলাকায় এই সেতুটি অবস্থিত। আরজবেগী বাজারের পূর্ব-পশ্চিম-দক্ষিন এই তিন দিকে একটি খাল বয়ে গেছে। এই খালটি আরজবেগী খাল নামে পরিচিত। দুই গ্রামের মাঝখানে খালের উপর এই সেতুর অবস্থান। বাজারের সাথেই উত্তর প্রান্তে একটি সরকারী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এই ২টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র ভরসা এই জরাজীর্ন সেতু। ভাঙ্গাচোরা সেতু দিয়ে প্রতিনিয়ত শতাধিক কোমলমতি শিশু শিক্ষার্থী ছাড়াও এলাকার জনসাধারন চলাচল করছে। সেতুটির ঠিক মধ্যে খানে গোল গর্ত হয়ে ভেঙ্গে গিয়ে নড়েবড়ে হয়ে গেছে। সেতুটি ঝুঁকিপূর্ন হবার পরও সংস্কারের কোন উদ্যোগ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here