দেবহাটার সখিপুর হাসপাতালে নোংড়া পরিবেশে রুগীর চিকিৎসার অভিযোগ

0
393

আবুল হাসান দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর হাসপাতাল দুর্ঘটনায় রক্তাক্ত জখম রুগীকে অসাস্থ্যকর পরিবেশের চিকিৎসা সেবা প্রদান।সরেজমিনে দেখা যায় গত ০৮/০৬/২০২০ইং- তারিখ রাত ১০,১৫ মিনিটের দিকে দেবহাটা উপজেলার দাঃপারুলিয়া গ্রামের আঃমজিদের পুত্র (২০)বছর হতে পারে।সে তার স্বজনের বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে মধ্যে রাত আনুমানিক সাড়ে (৯) টার সময় বারী মোল্ল্যার হ্যাচারী সংলগ্ন হতে পারুলিয়া ইছামতী বাইপাস সড়কের কাজী অফিসের সামনে চলন্ত একটি কাঠ বাহী ভ্যানের ধাক্কায় রাস্তায় পড়ে যায় রক্তাক্ত জখম অবস্থায় সখিপুর হাসপাতালে নিয়ে যায়।সে খানে কর্মরত চিকিৎসক অন্যের রক্তের উপর অসাস্থ্যকর পরিবেশের মধ্যে অন্য রুগীর উক্ত রুগীকে চিকিৎসা চালায়। জরুরী বিভাগে প্রবেশ করা হয়। কর্মরত চিকিৎসকের কাছে আহত ব্যাক্তির অসাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সম্পর্কে জানতে চাইলে বলেন আমরা বেডে পড়ে ও লেগে থাকা কারোর রক্ত পরিস্কার করতে আসি নাই। আমরা সুধু চিকিৎসা দিতে এসেছি। পারলে আপনি উপজেলায় অভিযোগ করেন।সে সময় চিকিৎসকদের বলা হয় ঠিক আছে। এই কথা বলার পর রুগীর ও রক্ত মাখা বেডের ছবি ধারন করা হয়। ছবি ধারন করার সময় সংবাদ কর্মীকে বলা হয়েছিল ছবি ধারন করবেন না। এরপর ও ছবি ধারন করা হয়। উপস্থিত চিকিৎসকরা রুগীকে অন্য রুগীকে কয়েক মিনিট চিকিৎসা সেবা বন্ধ রেখে সংবাদ কর্মীর সাথে ছবি ধারন করার বিষয় বিভিন্ন কথা বলেন।এদিকে জরুরী বিভাগে প্রবেশ করেই হাতের বামে রুগীর চিকিৎসা দেওয়ার বেডে অল্পেপারে ও যে স্থানে দাড়িয়ে চিকিৎসা করা হয়,সে খানেই অ-পরিস্কার ও নুংড়া পরিবেশ দেখা গিয়েছিল ।সেখানেই রুগীদের এই ভাবে চিকিৎসা দিয়ে অল্প দিনে মৃত্যুর পথ দেখানোর আলামত ছাড়া কিছুই না।এ বিষয় উপজেলা পঃপঃ ডাঃআঃলতিফের সাথে আলাপ করা হলে তিনি বলেন দেখছি। এই সংবাদ লেখা পর্যন্ত তিনি কোন আলাপ করে নাই। বিষয়টি দেখার ব্যাপারে সরকারি উদ্ধাত্বন কর্তৃপক্ষের কাছে দাবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here