মাগুরাতে গুণীমাতা আছিয়া কাশেম নারী ও শিশু বিকাশকেন্দ্র নামক সংস্থার আয়োজনেকরোনারোধে নারীদের করনীয় শীর্ষক শারিরীক দূরত্ব বজায় রেখে একটি মতবিময় সভাঅনুষ্ঠিত হয়েছে। এতে পুষ্টিকর খাবার ও শাকসবজি খাওয়া, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা
বৃদ্ধি, আদা, লবঙ্গ,দারুচিনি মিশ্রিত গরম জল পান সহ মাস্কপরা এবং শারিররীক দূরত্ববজার রাখার উপর গুরুত্বারোপ করা হয় । সংস্থার কার্যালয় মাগুরা সদরের আমুড়িয়াতে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভানেত্রী জনি খাতুন। সাধারন সম্পাদীকানার্গিস খাতুনের সঞ্চালনায় সদস্যদের মধ্য হতে প্রশ্নে উথÍাপন করা উত্তর দেওয়া হয় ।প্রধান আলোচক ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও গবেষক বিশ্বাস ওয়াহিদুজ্জামান ।সভাশেষে অংশগ্রহকারী প্রায় একশত নারীর মধ্যে আদা, লবঙ্গ,দারুচিনি, লেবু, মাস্কসহকরোনা সামগ্রী বিনামূল্যে বিতরন করা হয় । উল্লেখ্য ২০১৪ সাল হতে সংস্থাটি মাগুরাজেলার নারী ও শিশুদের উন্নয়নে কাজ করছে ।