পুলিশ দেখে ৬ কেজি রুপা ফেলে পালালো চোরাচালানি

0
351

আলাউদ্দীন ভ্রাম্যমান প্রতিনিধিঝিনাইদহঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মোটরসাইকেলসহ ফেলে যাওয়া ৬ কেজি রুপা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কাগমারী বাওড় সংলগ্ন বারোমাস এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। খবরের সত্যতা নিশ্চত করে ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, পুলিশ গোপন সংবাদ পেয়ে কালীগঞ্জ-জীবননগর সড়কের বারোমাস এলাকার একটি ব্রিজে চেকপোষ্ট বসিয়ে সব মোটরসাইকেল তল্লাশি করছিলেন। পুলিশ দেখে দুই চোরাকারবারি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ ওই মোটরসাইকেলের সিটের নিচ থেকে একটি প্যাকেটে রাখা ৬ কেজি রুপা উদ্ধার করে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চোরাচালানিরা চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে রুপার চালান নিয়ে আসছিল। এ সময় ডিবি পুলিশের এসআই ইউনুসের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ চোরাচালানিদের ধরতে বারোমেসে ব্রীজের কাছে চেকপোষ্ট বসিয়ে তল্লাসী শুরু করে। উল্লেখ্য বুধবার দুপরে সদর উপজেলার হলিধানী এলাকা থেকে পাচারের সময় ৫ কেজি ৭’শ গ্রাম রুপা ও ২২ লাখ টাকাসহ ২ জনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। হঠাৎ সোনার পরিবর্তে রুপার চোরাচালন কেন বৃদ্ধি পেল এ নিয়ে পুলিশ কিছুই জানাতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here