দশমিনায় চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

0
320

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল আহমেদের বিরুদ্ধে সুবিধাভোগীদের চাল আতœসাতের অভিযোগে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। তার বিরুদ্ধে ভিজিডি’র চাল আতœসাতের অভিযোগ এনে সুবিধাভোগীর পরিবার-পরিজন ও আওয়ামী লীগের ইউনিয়নের নেতা-কর্মীরা তার বিচারের দাবীতে পশ্চিম আলীপুর স্লুইজগেট বাজারে প্রায় পাঁচ শতাধিক লোক করোনা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে। এর আগে গত রোববার ঐ ইউনিয়নের ৬ জন ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তাও মাধ্যমে জেলা প্রশাসক বরাবর ৬১৫ জন দুস্থ অসহায় নারীর ৩ মাসের ভিজিডির চাল চেয়ারম্যান আতœসাত করেন বলে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে জেলা প্রশাসক একটি তদন্ত কমিটি গঠন করে। এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়্ ফেরদৌস জানান,তদন্তে অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here