পাইকগাছায় খুলনা জেলা পরিষদের উদ্যোগে উন্নয়ন মূলক প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠান

0
350

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি : পাইকগাছায় খুলনা জেলা পরিষদের উদ্যোগে উন্নয়ন মূলক প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠান আজ শনিবার বেলা ১২ টায় পাইকগাছা ডাক বাংলায় অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমানের সভাপতিত্বে মসজিদ মন্দির উন্নয়ন কল্পে চেক বিতরণ করেন খুলনা জেলা পরিষদের সদস্য ও পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। এ সময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদের সদস্য আব্দুল মান্নান গাজী,জহুরুল হক বাচ্চু ও নাহার আক্তার প্রমুখ। চেক বিতরণের সময় শেখ কামরুল হাসান টিপু বলেন, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী আইন মেনে চলে এবং সামাজিক সচেতনা হতে পারলে করোনা প্রতিরোধ করা সম্ভব। তিনি আরও বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা পরিষদ সৃষ্টি করার ফলে আমরা মানুষের দোর গোড়ায় পৌছে বিভিন্ন মসজিদ মন্দিরে সরকারের দেয়া অনুদান পৌছে দিতে পারছি। যে কারনে আজ বিভিন্ন মসজিদ মন্দিরগুলো উন্নয়নের ছোয়া লেগেছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ ভিশন বাস্তবায়ন করার সকলকে দেশত্ববোধ নিয়ে সকলকে একত্রিত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here