মণিরামপুরের ইউএনও আহসান উল্লাহ শরিফীকে ইংলিশ ল্যাংগুয়েজ কাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান

0
362

নজরুল ইসলাম (খেদাপাড়া প্রতিনিধি:) মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান উল্লাহ শরিফী অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি জনিত কারণে বদলী হওয়ায় মণিরামপুর ইংলিশ ল্যাংগুয়েজ কাবের প থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। মণিরামপুর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে রবিবার রাতে মণিরামপুর ইংলিশ ল্যাংগুয়েজ কাবের উপদেষ্টা ও মণিরামপুর পাবলিক লাইব্রেরীর সিনিয়র সহ-সভাপতি সহযোগী অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীনের সভাপতিত্বে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও মণিরামপুর ইংলিশ ল্যাংগুয়েজ কাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহসান উল্লাহ শরিফীকে আনুষ্ঠানিক ভাবে কাবের প থেকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। মণিরামপুর ইংলিশ ল্যাংগুয়েজ কাবের সাধারন সম্পাদক ও মণিরামপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জি.এম মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ইংলিশ ল্যাংগুয়েজ কাব প্রতিষ্ঠার ল্য ও উদ্দেশ্য এবং কাবটি পরিচালনার বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু আব্দুল্লাহ বায়েজিদ, মণিরামপুর ইংলিশ ল্যাংগুয়েজ কাবের উপদেষ্টা প্রেসকাব সভাপতি ফারুক আহম্মেদ লিটন, মণিরামপুর প্রেসকাবের সম্পাদক মোতাহার হোসেন, মণিরামপুর পাবলিক লাইব্রেরীর সম্পাদক অধ্যাপক নুরুল হক, সদস্য উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর আসলাম হোসেন খান, মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মাহমুদুল ইমরান, মণিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক এম.এ পিয়াস, মোঃ ইকরামুল হক, সাধন কুমার পাল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here