ঝিনাইদহে ব্যতিক্রম উদ্দোগ নিয়েছেন শরিফুল ইসলাম প্রায় ১০০ মসজিদে ও সাংবাদিকদের মাঝে মাক্স ও হান্ড স্যানিটাইজার বিতরণ করলেন

0
351

কামরুজ্জামান লিটন ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে একটি ব্যতিক্রম উদ্দোগ গ্রহন করেছেন শরিফুল ইসলাম (পাম্প শরিফুল) তিনি এই মহামরি করোনার মধ্যে প্রথমে বিভিন্ন পাড়া মহল্লায় চাল,ডাল, নগদ টাকা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরন করেছিলেন।
নগদ টাকা সহ এখন ঝিনাইদহে প্রায় ১০০ মসজিদে (১০০টি করে মাক্স ও ৫টি করে স্যানিটাইজার) সাংবাদিক ও সাধারণ মানুষের মাঝে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করে চলেছেন।
শরিফুল ইসলাম বলেন যতোদিন এই করোনা ভাইরাস থাকবে আমি মানুষের মাঝে খাদ্য সামগ্রিক ও স্বাস্থ্য সামগ্রিক বিতরন করবো ইনশাআল্লাহ।
এরই মাঝে তিনি ঝিনাইদহ বড় মসজিদে, আল সুন্নাহ ট্রাষ্ট জামে মসজিদ, পবহাটি জামে মসজিদ, হামদহ বাস স্টান্ড জামে মসজিদে, ট্রাক টার্মিনাল জামে মসজিদে, চুয়াডাঙ্গা বাস স্টান্ড জামে মসজিদ, যশোর রোড জামে মসজিদ ও হরিনাকুন্ডু রোডের জামে মসজিদে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন।
ঝিনাইদহ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মেসার্স শরিফুল ইসলাম ফিলিং স্টেশনের স্বত্তাধীকারী শরিফুল ইসলাম আরো জানান, করোনা ভাইরাসের শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে স্বাস্থ্য উপকরণ বিতরণ অব্যহত আছে। আমার কাছে কেউ সাহায্যের জন্য এসে ফেরত যাইনা। আমি আমার সাধ্য মতো চেষ্টা করে থাকি সবই আল্লাহ ইচ্ছা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here