মাগুরায় টেলিমেডিসিনের মাধ্যমে সেবা নেয়ার জন্য আহবান

0
317

মাগুরা প্রতিনিধি : করোনার ভাইরাসের প্রার্দুভাব মোকাবেলায় সদর হাসপাতালেসাধারণ রোগীদের ভিড় এড়াতে টেলিমেডিসিনের মাধ্যমে সেবা নেয়ার জন্যআহবান জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা । সোমবার এক বিজ্ঞপ্তিতে তিনি সাধারণ রোগীদের প্রতি এ আহবান জানান ।বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ জ্বর, সর্দি ,কাশি, জ্বর, জনিত রোগের জন্য সদরহাসপাতালে না এসে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহনের জন্যঅনুরোধ জানানো হয়েছে । টেলিমেডিসিনের মাধ্যমে সেবা প্রদানকারীচিকিৎসকগণ হলেন ডা: শামান্তা আমিন,ডা: মো: আজিজুর রহমান,ডা:মো:আল মুস্তাকিম,ডা: মো: আহসান হাসিব,ডা: মো: আলি মিতুল,ডা: মো:আমিনুল ইসলাম,ডা: সৌভিক ভট্টাচার্য,ডা: গৌরব ব্যানাজী ,ডা: নাজমুনসাকিব ও ডা: মিথুন সাহা প্রমুখ । এসব চিকিৎসকগণের নাম ও মোবাইল নম্বরসদর হাসপাতালের জরুরী বিভাগের সামনে টানিয়ে দেওয়া হয়েছে ।জেলা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, রবিবার পর্যন্ত হোমকোয়ারেন্টটাইনে ছিল ১৮৬ জন । আজ সোমবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে। এদের মধ্যে ২৫ জনের হোম কোয়ারেন্টটাইন শেষ হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here