করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতে মাঠে সেনাবাহিনী

0
366

মালেকুজ্জামান কাকা, যশোর : করোনার ভয়বহতা বিবেচনায় মাস্ক বিহীন মোটরসাইকেল নিয়েবাহিরে বের হওয়ায় প্রয়োজনীয় সচেতনতামূলক উপদেশ প্রদান করছেন একজন সেনাসদস্য। এইছবিটিই প্রমান বহন করে যে, নিজের জীবন বিপন্ন করেও মাঠে জনগনের সেবায় করছেবাংলাদেশ সেনাবাহিনী। করোনা মোকাবেলায় কঠিন এক বাস্তবতার সামনে দাড়িয়ে ষোলকোটি মানুষের জীবন রক্ষায় নিজেদের জীবনকে বিপন্ন করে মানবিক হৃদয় নিয়ে সামাজিকদূরত্ব নিশ্চিত করতে নানামুখী তৎপরতা চালাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।এরই ধারাবাহিকতায় সামাজিক দূরত্ব এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের পাশাপাশি যশোরঅঞ্চলের কর্মহীন গরিব ও দুস্থদের বাঁচিয়ে রাখতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণেরকর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। কখনও কখনও টহলের গাড়িতেথাকা ত্রাণসামগ্রী দারিদ্র্যে জর্জরিত মানুষদের দেখে গাড়ী থামিয়ে সড়কেই তুলে দেয়াহচ্ছে। এ সময় বিনা প্রয়োজনে কাউকে অযথা ঘোরাফেরা না করার জন্য অনুরোধ করেন সেনাসদস্যরা। পাশাপাশি তারা বেশি বেশি হাত ধোয়া, মাস্ক ব্যবহারসহ বিভিন্ন স্বাস্থ্যবিধিমেনে চলার অনুরোধ করেন।এছাড়া যশোর সেনানিবাসের মেডিক্যাল টিম কর্তৃক ইতোমধ্যে বৃহত্তর যশোর অঞ্চলেরবিভিন্ন উপজেলায় অসহায় মানুষদের চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রমঅব্যাহত রাখার পাশাপাশি গণপরিবহন মনিটরিং, করোনা সংক্রমিত এলাকায় সেনাবাহিনীরটহল জোরদারসহ নানামূখী জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের
সেনাসদস্যরা।অন্যদিকে আম্পান মোকাবেলায় ক্ষতিগ্রস্থ সাতক্ষীরার শ্যামনগর এবং খুলনার কয়রার উপকূলীয়এলাকায় সেনাবাহিনীর তত্ত্ধসঢ়;বাবধানে দ্রুত গতিতে এগিয়ে চলছে বাঁধ নির্মানের কাজ। এরফলে উপকূলবর্তী মানুষের মুখে হাসি ফুটতে শুরু করেছে। আম্পানের প্রভাবে উপকূলীয়সাতক্ষীরা এবং খুলনার পানিবন্দী শত শত অসহায় মানুষের মাঝে সুপেয় পানি ও ত্রান সহায়তাপ্রদানের পাশাপাশি ক্ষতিগ্রস্থদের ঘরবাড়ী মেরামত, সিমেন্ট সীট বিতরণ, জরুরী চিকিৎসা সহায়তা প্রদানসহ নানাবিক জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসেরসেনাসদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here