বাঘারপাড়ায় নতুন চারজন সহ মোট নয়জন করোনায় আক্রান্ত

0
279

বাঘারপাড়া(যশার) থেকে আজম খাঁন ঃ যশোরের বাঘারপাড়ায় বুধবারের রিপোর্টে নতুন করে আরো চারজনের করোনা পজেটিভ হয়েছে। তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এ নিয়ে বাঘারপাড়ায় করোনায় আক্রান্তের মোট সংখ্যা ১০। বুধবার সকালে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও)ডা. কৌশিক আশরাফ সাংবাদিকদেরে এই তথ্য নিশ্চিত করেছেন।
নতুন করে আক্রান্তরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার,হাসপাতালে ইন্টার্নিরত এক যুবক ,বাসুয়াড়ি ইউনিয়নের মাহমুদপুর এলাকার ও একই ইউনিয়নের দণি শ্রীরামপুর এলাকার দুইজন কৃষক। এর মধ্যে করোনা আক্রান্ত মেডিকল অফিসার কুষ্টিয়া সদরের বাসিন্দা । তিনি উপজেলার দোহাকুলা এলাকায় বাসাভাড়া নিয়ে থাকেন।হাসপাতালে ইন্টার্নিরত অপরজন দোহাকুলা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। আক্রান্তরা জ্বর-কাশি-সর্দি ইত্যাদি লন নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসা নিতে আসলে ২২জুন তাদের নমুনা সংগ্রহের পর সিভিল সার্জনের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র পরীাগারে পাঠনো হয়। (২৪ জুন)বুধবার তাদের রিপোর্ট পজিটিভ আসে। উপজলা স্বাস্য কমপ্লক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কৌশিক আশরাফ জানান, ‘সম্প্রতি করোনায় আক্রান্ত কমিউনিটি মেডিকেল অফিসারের সংস্পর্শে থাকায় হাসপাতালের ওই দুই স্টাফ আক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আক্রান্ত হওয়া তিনজনকে হাসপাতালের আইসোলেশানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া শ্রীরামপুরের কৃষককে তার নিজ বাড়িতে চিকিৎসা দেওয়া হবে।এ নিয়ে বাঘারপাড়ায় মোট আক্রান্তের সংখ্যা হল নয় জন। ইতিমধ্যে তিন জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বাকি ছয়জন হাম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here