বিজিবির গুলিতে পুটখালীতে মাদক ব্যবসায়ী আহত, ফেনসিডিল-হাসুয়া উদ্ধার

0
370

মালেকুজ্জামান কাকা, যশোর : যশোরের শার্শা উপজেলার বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিল পাচার করে আনার সময় বিজিবির গুলিতে আল-আমিন (২৮) নামে একজন মাদক ব্যবসায়ী আহত হয়েছে। সে বিজিবির হেফাজতে যশোর ২৫০ শয্যা জেনারেল বা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার ভোরে পুটখালী সীমান্তে ঘটনাটি ঘটেছে। আল-আমিনের বাড়ি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে। ঘটনাস্থল থেকে ৪৬ বোতল ফেনসিডিল ও ১ টি হাসুয়া উদ্ধার করেছে বিজিবি । পুটখালী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে চোরাচালানীরা বিজিবি ওপর হামলা চালায়। বিজিবি আত্মরাতে তাদের ওপর ২ রাউন্ড গুলি চালায়। এসময় মাদক ব্যবসায়ী আল-্আমিনের পায়ে গুলি লাগে। আল আমিনকে গত এপ্রিল মাসে ২৮ বোতল ফেন্সিডিলসহ পুটখালী বিজিবি আটক করে জেল হাজতে পাঠিয়েছিল। সে জামিনে এসে আবারো মাদক ব্যবসা শুরু করে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে চার টি মামলা আছে বলে বিজিবি জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here