কামরুজ্জামান লিটন ঝিনাইদহ জেলা প্রতিনিধি : জোর করে ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষনের চেস্টায় ব্যার্থ হয়ে গৃহবধূর সাথে কর্মচারীর উলংগ ভিডিও চিত্র ধারন করার অভিযোগে ৪ বখাটেকে আটক এবং ধারনকৃত ভিডিও উদ্ধার করেছে পুলিশ। ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) এর তড়িৎ পদক্ষেপে পুলিশের এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, অভিযোগকারী ব্যাক্তি তার কর্মচারীর মাধ্যমে
ইংরেজী ১৮/০৬/২০২০ তারিখ সন্ধ্যায় তার ভাড়া বাসায় স্ত্রীর নিকট বাজার দিয়ে পাঠালে তার স্ত্রী দরজা খুলে দেন। ওই সময় আসামি সানি মুন্সি (২৩) পিতাঃমৃত হারুন মুন্সী, ২। মোঃ শাওন (২৪), পিতাঃ ইসহাক অালী, ৩। মোঃ মারুফ বিল্লাহ (২৫) ,পিতাঃ নুরুল অামিন, সর্ব সাংঃ মহিষা কুন্ডু, ৪। সোহান (২৫), পিতা রুস্তম,আলী, সাংঃ চাকলা পাড়া, সর্ব থানা ও জেলাঃ ঝিনাইদহ দরজা খোলা পেয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে ।
তারা কর্মচারী এবং অভিযোগকারীর স্ত্রী কে জোরপূর্বক উলঙ্গ করে পাশাপাশি দাঁড় করিয়ে মোবাইলে ভিডিও ধারন করে। অভিযোগকারীর মেয়েকে পাশের রুমে আটকে রাখে। কর্মচারীকে অভিযোগকারী স্ত্রীর সাথে খারাপ কাজ করার জন্য জোর জবরদস্তি করে। সে এতে রাজি না হলে তারা বেধড়ক মারধর করে।
একপর্যায়ে আসামিরা অভিযোগকারীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে এবং নগ্নছবি তাদের মোবাইল ফোনে ধারণ করে। আসামিরা আপত্তিকর ভিডিও ধারণ করে টাকা দাবি করে এবং বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখায়।
২৫শে জুন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম অভিযোগ পেয়ে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন ।
তিনি ডিবির একটি চৌকস টিম বিভিন্ন জায়গায় অভিযানে পাঠান । পুলিশ অভিযান চালিয়ে শাওন, মারুফ, সানি ও সোহানকে গ্রেফতার করেছে এবং তাদের হেফাজত থেকে অশ্লীল ভিডিও এবং ভিডিও ধারণনের মোবাইল ফোন উদ্ধার করেছে।
অভিযোগের আধাঘন্টার মধ্যে বখাটেদের গ্রেফতার ও গৃহধুর অশ্লীল ভিডিও উদ্ধারের ঘটনায় পুলিশ সুপারকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন সকল শ্রেণীর মানুষ।
এবং দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করছে জনগন।