কামরুজ্জামান লিটন ,ঝিনাইদহ : ঝিনাইদহের হরিনাকুন্ডু জোড়া পুকুরিয়া বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মা’দের কষ্ট লাঘব করতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নগরপিতা সাইদুল করিম মিন্টু সিলিং ফ্যান প্রদান করেছেন ।
মহামারী করোনা পরিস্থিতিতেও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু মানবিক সেবায় সব সময়ই নিজেকে আত্মনিয়োগ করে চলেছেন। এরই ধারাবাহিকতায় তিনি হরিনাকুন্ডুর জোড়া পুকুরিয়া বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মা’দের জন্য ৩টি সিলিং ফ্যান পাঠিয়েছেন। এ-সব ফ্যান পেয়ে বৃদ্ধ মা’দের চোখ মুখে শান্তির অনুভূতি লক্ষ্য করা গেছে। বৃদ্ধাশ্রমে থাকা এসব বৃদ্ধ মায়েরা জনগণের সেবক এবং জননন্দিত রাজনীতিবিদ মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টুর সার্বিক কল্যাণ কামনা করেছেন।